মাইলস্টোন ট্র্যাজেডির বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনে সরকারকে নির্দেশনা দিতে হাইকোর্টের একটি রিট করেছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।
আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আনিসুর রহমান রায়হান জনস্বার্থে এই রিট দাখিল করেন।
রিটে তিনি আদালতের কাছে অনুরোধ জানান, সরকারকে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিতে, যেন এ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা যায়।
রিটে আরও অনুরোধ করা হয়, বাংলাদেশ বিমানবাহিনীতে কতগুলো ত্রুটিপূর্ণ বিমান আছে ও সেগুলোর রক্ষণাবেক্ষণে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা প্রকাশ করা।
এছাড়া ত্রুটিপূর্ণ বিমান ও যুদ্ধবিমান জনবহুল এলাকার ওপর দিয়ে ওড়ার ওপর নিষেধাজ্ঞা জারি অনুরোধ জানানো হয় রিটে।
এ ঘটনায় আহত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার আবেদন করা হয় পিটিশনে। একইসঙ্গে নিহত প্রতি শিক্ষার্থীর পরিবারকে ৫ কোটি টাকা ও আহত শিক্ষার্থীদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে কর্তৃপক্ষকে নির্দেশ দিতে হাইকোর্টকে অনুরোধ জানানো হয়।
রিট আবেদনকারী অ্যাডভোকেট আনিসুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, আদালত আজ এ রিটের শুনানি করতে পারেন।
Comments