হাইকোর্ট মোড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ১ শিক্ষার্থী নিহত, আহত ২

মুহাইমিনুল ইসলাম সিফাত। ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগ থানা এলাকায় হাইকোর্ট মোড়ে শিক্ষা ভবনের সামনের সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মুহাইমিনুল ইসলাম সিফাত (২১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ২ জন।

আজ বুধবার ভোররাত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহত অবস্থায় তাদের ৩ জনকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর রাত ৩টার দিকে সিফাত মারা যান।

সিফাত কুমিল্লার ব্রাহ্মণপাড়া এলাকার হাফেজ খন্দকারের ছেলে। তিনি পরিবারের সঙ্গে ক্যান্টনমেন্ট মাটিকাটা এলাকায় থাকতেন। বিএএফ শাহীন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তির অপেক্ষায় ছিলেন।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান বলেন, 'রাতে কয়েকটি মোটরসাইকেলে তারা ৫-৬ জন পুরান ঢাকায় যাচ্ছিলেন তেহারি খেতে। সিফাতের মোটরসাইকেলে ছিলেন তার আরও ২ বন্ধু মেহেদী হাসান (২০) ও শাকিল (২১)।'

'শিক্ষা ভবনের সামনে যাওয়ার পর তাদের মোটরসাইকেলটি আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে। তখন একটি লরির চাকায় চাপা পড়েন সিফাত। পথচারীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখান চিকিৎসাধীন অবস্থায় সিফাত মারা যান এবং মেহেদী ও শাকিল প্রাথমিক চিকিৎসা নিয়েছেন,' যোগ করেন তিনি।

ঘটনার পরপরই লরিটি জব্দ করা হয়েছে এবং এর চালক মাসুম হোসেনকে (৫০) আটক করা হয়েছে।

Comments

The Daily Star  | English

'Extremism raising its head in Bangladesh'

Threat endangers the country’s very existence, Mirza Fakhrul says

27m ago