৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জের নির্মাণাধীন কারখানার আগুন

নারায়ণগঞ্জের সদর উপজেলার আদমজী ইপিজেডের ভেতর নির্মাণাধীন কারখানার আগুন ৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।
নারায়ণগঞ্জে ‘গ্যাস লিকেজ থেকে’ আগুন, দগ্ধ ৫
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

নারায়ণগঞ্জের সদর উপজেলার আদমজী ইপিজেডের ভেতর নির্মাণাধীন কারখানার আগুন ৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৯ ইউনিটের চেষ্টায় আজ শুক্রবার বিকেল ৬টায় আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়। 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আব্দুল্লাহ আল আরেফিন বলেন, 'আজ সকাল ১১টায় পলমল গ্রুপের একটি কারখানা নির্মাণের জন্য পাইলিং করা হচ্ছিল। ওই সময় তিতাস গ্যাস কোম্পানির গ্যাসের মূল পাইপ ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ৯টি ইউনিট চেষ্টা চালিয়ে বিকেল ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ৬টায় আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়।'

তিনি বলেন, 'প্রথমে গ্যাসের চাপ কমিয়ে এনে তারপর পানি দিয়ে নেভানো হয়। সেজন্য সময় লেগেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাইনি।'

Comments