দেশে ক্ষুদ্র নৃগোষ্ঠী জনসংখ্যা ১৬ লাখ ৫০ হাজার ১৫৯

জনশুমারির তথ্য অনুযায়ী বাংলাদেশে বর্তমানে মোট ক্ষুদ্র নৃগোষ্ঠী জনসংখ্যা ১৬ লাখ ৫০ হাজার ১৫৯।
আজ বুধবার প্রকাশিত জনসংখ্যা ও আবাসন শুমারি-২০২২ এর প্রাথমিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, মোট ক্ষুদ্র নৃগোষ্ঠী জনসংখ্যার মধ্যে পুরুষ ৮ লাখ ২৪ হাজার ৭৫১ জন ও নারী ৮ লাখ ২৫ হাজার ৪০৮ জন।
বিভাগ অনুযায়ী, বরিশালে ক্ষুদ্র নৃগোষ্ঠী জনসংখ্যা ৪ হাজার ১৮১ জন, চট্টগ্রামে ৯ লাখ ৯০ হাজার ৮৬০ জন, ঢাকায় ৮২ হাজার ৩১১ জন, খুলনায় ৩৮ হাজার ৯৯২ জন, ময়মনসিংহে ৬১ হাজার ৫৫৯ জন, রাজশাহীতে ২ লাখ ৪৪ হাজার ৫৯২ জন, রংপুরে ৯১ হাজার ৭০ জন ও সিলেটে ১ লাখ ৩৬ হাজার ৫৯৪ জন।
উল্লেখ্য, জনশুমারি ২০২২ এর তথ্য অনুযায়ী বাংলাদেশে বর্তমানে মোট জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬। মোট জনসংখ্যা মধ্যে পুরুষ ৮ কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪ জন, নারী ৮ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬ জন এবং হিজড়া ১২ হাজার ৬২৯ জন।
মোট জনসংখ্যার মধ্যে ৪ কোটি ৪০ লাখ মানুষ ঢাকা বিভাগে বসবাস করেন। এই বিভাগে জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ৯৪ শতাংশ। এ ছাড়া, বন্দর নগরী চট্টগ্রামে ৩ কোটি ৩২ লাখ, রাজশাহীতে ২ কোটি ৩ লাখ মানুষ বাস করছেন এবং বরিশাল বিভাগে দেশের সর্বনিম্ন ৯১ লাখ মানুষ বসবাস করছেন।
Comments