এরা কারা?

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় মুখে কালো কাপড় বেঁধে আতঙ্ক ছড়াচ্ছেন একদল মানুষ—এমন অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী।
মুখে কালো কাপড় বেঁধে জনসভায় অবস্থান নেওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরায় আতঙ্ক বেড়েছে। এ ঘটনায় রিটার্নিং কর্মকর্তা সতর্কবার্তা দিয়েছেন আওয়ামী লীগ প্রার্থীকে।

কৈজুরি ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন অভিযোগ করেন, 'গত ৮ ডিসেম্বর ইউনিয়নের হাটপাচিল গ্রামে একটি নির্বাচনী জনসভা করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম। ওই নির্বাচনী জনসভায় বক্তব্য দেন শাহজাদপুর পৌরসভার মেয়র মনির আক্তার খান লোদী। এ সময় একদল অজ্ঞাত মানুষ মুখে কালো কাপড় বেঁধে জনসভায় অংশ নেওয়ায় আতংকিত হয়ে পরেন ভোটাররা।'
নির্বাচনী জনসভায় নৌকায় ভোট দেওয়ার জন্য হুমকি দেওয়া হয় বলে জানান তিনি। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের কাছে তিনি অভিযোগ করেছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। নির্বাচনী প্রচারণায় কোনো হুমকি দেওয়া হয়নি।'
মুখে কালো কাপড় বেঁধে কারা অবস্থান নিয়েছেন জানতে চাইলে তিনি বলেন, 'তাদের ব্যাপারে কিছু জানি না। মনে হয় তারা মেয়র সাহেবের ব্যক্তিগত নিরাপত্তার লোকজন।'
শাহজাদপুর পৌরসভার মেয়র মনির আক্তার খান লোদী দ্য ডেইলি স্টারকে বলেন, 'কালো কাপড় বেঁধে কারা ছিল তা জানি না। আমার ধারণা, স্বতন্ত্র প্রার্থীই তাদের লোকজন দিয়ে এ ঘটনা ঘটিয়েছে যাতে বদনাম করা যায়।'
ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফজলুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, 'কালো কাপড় বাধা ছবি আমিও দেখেছি। এ ছাড়া নিয়ম বহির্ভূতভাবে ইউনিয়ন পরিষদের নির্বাচনী প্রচারণায় একজন জনপ্রতিনিধি অংশ নিয়েছেন। এ ঘটনায় আমরা আওয়ামী লীগ প্রার্থীকে মৌখিকভাবে সতর্ক করেছি।'
এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি বলে জানান রিটার্নিং কর্মকর্তা।
Comments