নির্বাচন

২১ বছর পর ঝিকরগাছা পৌরসভায় ভোট

যশোরের ঝিকরগাছা পৌরসভায় দীর্ঘ ২১ বছর পর ভোট অনুষ্ঠিত হচ্ছে। রোববার উৎসবমুখর পরিবেশে সকাল ৮টা থেকে শুরু হয় ৯টি ওয়ার্ডের ১৪টি কেন্দ্রের ভোটগ্রহণ। সবগুলোতেই ইভিএমে ভোট নেওয়া হচ্ছে।
ছবি: স্টার

যশোরের ঝিকরগাছা পৌরসভায় দীর্ঘ ২১ বছর পর ভোট অনুষ্ঠিত হচ্ছে। রোববার উৎসবমুখর পরিবেশে সকাল ৮টা থেকে শুরু হয় ৯টি ওয়ার্ডের ১৪টি কেন্দ্রের ভোটগ্রহণ। সবগুলোতেই ইভিএমে ভোট নেওয়া হচ্ছে।

২০০১ সালে পৌরসভার সীমানা সংক্রান্ত জটিলতায় হওয়া মামলায় এ পৌরসভার নির্বাচন স্থগিত হয়ে যায়।

এদিকে, আজ পৌরসভার বিএম হাইস্কুল ভোটকেন্দ্রে পোলিং এজেন্টদের কাছে মোবাইল ফোন রাখার অপরাধে ৬ পোলিং এজেন্টকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।

নির্বাচনে মেয়র পদে ৬ জন, কাউন্সিলর পদে ৬৪ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২৫ হাজার ৯৯৪ জন ভোটার ১৪টি কেন্দ্রের ৮৬টি ভোটগ্রহণ কক্ষে ভোট দিচ্ছেন।

এদিকে ২১ বছর পর ঝিকরগাছা পৌরসভার নির্বাচন হওয়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে ভোটারদের মাঝে।

যশোরের জেলা প্রশাসক তমিজউদ্দিন খান জানান, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে ৯টি ওয়ার্ডের কেন্দ্রে ৫৪৫ জন পুলিশ সদস্য ছাড়াও মোতায়েন রয়েছে, বিজিবি, র‌্যাব আনসার সদস্য। এর বাইরে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স ও সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের সদস্যরা নিরাপত্তায় দায়িত্বে রয়েছেন।

Comments

The Daily Star  | English
PM declares 12 districts, 123 upazilas free of homeless people

PM opens Hajj programme-2024

Prime Minister Sheikh Hasina today inaugurated the Hajj programme-2024 (Hijri 1445) at Ashkona Hajj Camp in the capital

18m ago