৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচন ৩১ জানুয়ারি

ষষ্ঠ ও শেষ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

সেদিন সারাদেশের মোট ২১৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

আজ শনিবার নির্বাচন কমিশনের সভা শেষে কমিশন সচিব হুমায়ুন কবির খন্দকার এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

তিনি জানান, ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করে এসব নির্বাচন অনুষ্ঠিত হবে।

তফসিল অনুযায়ী, চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী আসনের প্রার্থীরা ৩ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তাদের কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন।

মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৬ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৩ জানুয়ারি।

পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি মোট ৭০৭টি ইউনিয়ন পরিষদে ভোট হবে। এছাড়া ২৬ ডিসেম্বর ৮৪০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপে ১ হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে মোট ৮৩৩টি ইউনিয়ন পরিষদে ভোট হয়। প্রথম ধাপে ২১ জুন ২০৪টি ইউপি এবং ২০ সেপ্টেম্বর ১৬০টি ইউপি নির্বাচন হয়।

Comments

The Daily Star  | English
Aminul Islam Bulbul new BCB president

Bulbul 'agrees' to take over BCB president's post

Aminul Islam Bulbul is coming to the Bangladesh Cricket Board as its president, the former national team captain himself confirmed to The Daily Star.

39m ago