পঞ্চগড়ে বাইসাইকেল পেলেন ৪০৬ জন গ্রাম পুলিশ

প্রত্যন্ত গ্রামীণ এলাকায় নজরদারী বাড়িয়ে অপরাধ দমনের লক্ষ্যে পঞ্চগড় জেলার ৪৩টি ইউনিয়নের ৪০৬ জন গ্রাম পুলিশকে একটি করে বাইসাইকেল দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এসব সাইকেল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের অর্থায়নে এসব বাইসাইকেল বিতরণ করা হয়।
আজ জেলার ৪৩ টি ইউনিয়নের ৪০৬ জন গ্রাম পুলিশের হাতে একটি করে নতুন সাইকেল তুলে দেওয়া হয়েছে। তাদের মধ্যে ২৩ জন নারী গ্রাম পুলিশ।
জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, প্রত্যন্ত অঞ্চলে যৌন হয়রানি, বাল্যবিবাহ দূরীকরণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ করতে গ্রাম পুলিশদের মাঝে সাইকেল বিতরণের প্রদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
যেহেতু গ্রাম পুলিশ জনগণের সবচেয়ে কাছাকাছি অবস্থান করে দায়িত্ব পালন করেন তাই তাদের কাজের গতি ত্বরান্বিত করতে পারলে সামাজিক অসঙ্গতিগুলো সমাধানসহ প্রত্যন্ত এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সহজে জেনে, তা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হবে বলে তিনি আশা করেন।
পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ হোসেনের সভাপতিত্বে সাইকেল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল মান্নান, অতিরিক্ত পুলিশ সুপার এস.এম. শফিকুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।
Comments