পটুয়াখালীতে সাবেক এমপি গোলাম মাওলা রনির বসতবাড়ি উচ্ছেদ

গলাচিপার উলানিয়া বাজারে সরকারি সম্পত্তিতে থাকা সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির বসতবাড়ি উচ্ছেদ করা হয়েছে। ছবি: স্টার

পটুয়াখালীর গলাচিপা উপজেলার উলানিয়া বাজারে সরকারি সম্পত্তিতে থাকা সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির বসতবাড়ি উচ্ছেদ করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ুমের নেতৃত্বে এক অভিযানে এ বসতবাড়ি উচ্ছেদ করা হয়। এ ছাড়াও, ওই বাজারের আরও কমপক্ষে ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে প্রায় ৩০ শতাংশ সরকারি জমি দখলমুক্ত হয়েছে।

গলাচিপা উপজেলা প্রশাসন সূত্র জানায়, সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি উলানিয়া বাজারে চান্দিনা ভিটার জমি এক বছর মেয়াদী বন্দোবস্ত নিয়ে অবৈধভাবে পাকা স্থাপনাসহ দ্বিতল ভবন নির্মাণ করে বসবাস করে আসছেন। সরকারি জমি থেকে তার স্থাপনা সরিয়ে নিতে একাধিকবার নোটিশ দেওয়া হলেও তিনি কোনো পদক্ষেপ নেননি। তাই আজ সকালে জেলা প্রশাসন উচ্ছেদ অভিযান চালায়।

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিষ কুমার দ্য ডেইলি স্টারকে বলেন, 'পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ুমের নেতৃত্বে অভিযান পরিচালনা করে সাবেক সংসদ সদস্যের বসতবাড়িসহ ওই বাজারের কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।' 

এ বিষয়ে সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি ডেইলি স্টারকে বলেন, 'এটা মূলত আমার বাবার বাড়ি। ১৯৬০ সাল থেকে আমরা ওখানে বসবাস করছি। এ বিষয়ে হাইকোর্টে একটি রিট মামলা চলমান। এরপরও কীভাবে তারা আমার ঘরবাড়ি উচ্ছেদ করেছে তা জানি না। আগামীকাল বুধবার আদালতকে বিষয়টি জানাবো।'

Comments

The Daily Star  | English

BNP hosts discussion on first anniversary of July uprising

Leaders recall sacrifices, call for unity at Dhaka gathering

19m ago