পদ্মায় জেলেদের জালে ৪৭ কেজির বাঘা আইড়, ৫৬ হাজার ৪০০ টাকায় বিক্রি

পদ্মা নদীর আরিচা পয়েন্টে স্থানীয় জেলেদের জালে ধরা পড়ে বাঘ আইড় মাছটি। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ৪৭ কেজির একটি বাঘা আইড় মাছ ৫৬ হাজার ৪০০ টাকায় বিক্রি হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার বাল্লা ইউনিয়নের মৎস্য ব্যবসায়ী পচা হালদার ও তাপস হালদার মাছটি বিক্রির জন্য ঝিটকা বাজারে নিয়ে আসেন।

গতকাল রাতে পদ্মা নদীর আরিচা পয়েন্টে স্থানীয় জেলেদের জালে ধরা পড়ে বাঘ আইড় মাছটি।

ছবি: সংগৃহীত

ঝিটকা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বেলায়েত হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'দীর্ঘদিন পর আজ বাজারে এতো বড় মাছ উঠেছে। বাল্লা গ্রামের পচা হালদার মাছটি বিক্রির জন্য বাজারে নিয়ে আসেন। মাছটির ওজন ৪৭ কেজি। একক ক্রেতা না থাকায় মাছটি কেটে প্রতি কেজি ১ হাজার ২০০ টাকা দরে ৫৬ হাজার ৪০০ টাকায় বিক্রি করা হয়েছে।'

হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'ঝিটকা বাজারে আইড় মাছের আরেক প্রজাতি বাঘা আইড় মাছ বিক্রি হয়েছে। শুনেছি মাছটির ওজন ছিল ৪৭ কেজি। আসলে পদ্মায় বোয়াল, কাতল, চিতল ও আইড়সহ অনেক বড় মাছ ধরা পরছে। কেননা হরিরামপুর এলাকার পদ্মা নদী মাছের একটি প্রজনন ক্ষেত্র।'

Comments

The Daily Star  | English

Govt condemns attack on Nur

Reaffirms its commitment to holding the national election in the first half of February 2026

1h ago