দলীয় প্রতীকে আর স্থানীয় নির্বাচন হবে না: সংস্কার কমিশন প্রধান

স্থানীয় সরকার, ড. তোফায়েল আহমেদ, স্থানীয় সরকার সংস্কার কমিশন, মানিকগঞ্জ,
মানিকগঞ্জের সিংগাইর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার সংস্কার বিষয়ক মতবিনিময় সভায় কথা বলেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান প্রফেসর ড. তোফায়েল আহমেদ। ছবি: জাহাঙ্গীর শাহ

স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান প্রফেসর ড. তোফায়েল আহমেদ বলেছেন, অতীতের মতো দলীয় প্রতীকে আর স্থানীয় নির্বাচন হবে না। 

আজ মঙ্গলবার মানিকগঞ্জের সিংগাইর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার সংস্কার বিষয়ক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, 'আমরা আমাদের অংশীজনদের সঙ্গে মতবিনিময় করে তাদের পরামর্শ নিয়েছি। অংশীজনদের পরামর্শ অনুযায়ী সব ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন হবে। অতীতের মতো দলীয় প্রতীকে আর স্থানীয় পর্যায়ের নির্বাচন হবে না।' 

স্থানীয় সরকার সংস্কারে আইন, কাঠামো ও সেবা কার্যক্রমসহ নানা বিষয়ে প্রস্তাব করা হবে বলে জানান তিনি।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্ব করেন। এ সময় সেখানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ওয়ারেস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহাগ ও নির্বাচন কমিশনের সদস্যরা।

বক্তারা বলেন, গত সরকার স্থানীয় পর্যায়ের নির্বাচনকে দলীয়করণ, দলীয় প্রতীক বরাদ্দ ও ভোট হরণ করে দলীয় প্রার্থীকে বিজয়ী করে নির্বাচন ব্যবস্থা ভেঙে ফেলেছিল। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হবে।

স্থানীয় সরকার সংস্কার কমিশন আয়োজিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় পর্যায়ের সাবেক জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার ১০৩ প্রতিনিধি।

Comments

The Daily Star  | English

Wait for justice: 21 years and counting

The final judgment in the cases is now pending with the Appellate Division as trial proceedings have been completed at the lower court and HC Division

11h ago