পদ্মা সেতুতে বিদ্যুৎ সংযোগ, ১ জুন থেকে পরীক্ষামূলক আলোক প্রজ্বলন

পদ্মা সেতু। ছবি: স্টার

আসছে ২৫ জুন চালু হতে যাওয়া পদ্মা সেতুতে আলো জ্বালানোর জন্য বিদ্যুৎ সংযোগ দিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের উপস্থিতিতে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা প্রান্তে ৪৬ নম্বর পিলারে এই বিদ্যুৎ সংযোগ প্রদানের কাজ শেষ হয়।

শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) মহাব্যবস্থাপক মো. জুলফিকার রহমান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পল্লী বিদ্যুতের এই কর্মকর্তা বলেন, 'আগামী ১ জুন সেতু কর্তৃপক্ষ পদ্মাসেতুর ল্যাম্পপোস্টে পরীক্ষামূলকভাবে আলো জ্বালিয়ে দেখবেন। এ কারণে সেতু কর্তৃপক্ষ ৩০ মে'র মধ্যে সেতুতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ শেষ করার অনুরোধ জানায়। এ পরিপ্রেক্ষিতে গতকাল (মঙ্গলবার) সকাল ৮ টার দিকে বিদ্যুৎ সংযোগের কাজ শুরু হয়। শেষ হয় রাত সাড়ে ৮টার দিকে।'

সেতুর মুন্সিগঞ্জ অংশেও বিদ্যুৎ সংযোগের কাজ শেষ হয়েছে বলে জানান জুলফিকার রহমান।

পদ্মা নদীর বুকে নিজস্ব অর্থায়নে ৩০ হাজার কোটি টাকায় ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতুর কাজ ২০১৫ সালের ডিসেম্বরে উদ্বোধন করেছিলেন শেখ হাসিনা।

নির্মাণ কাজ শেষে আগামী ২৫ জুন বহুল প্রতীক্ষিত এই সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

সংশ্লিষ্টরা বলছেন, পদ্মা সেতুতে মোট ৪১৫টি ল্যাম্পপোস্ট বসানো হয়েছে। এর মধ্যে মূল সেতুতে ৩২৮টি, জাজিরা প্রান্তের উড়ালপথ (ভায়াডাক্ট) ৪৬টি ও  মাওয়া প্রান্তের ভায়াডাক্টে ৪১টি ল্যাম্পপোস্ট বসানো হয়েছে।

গত ১৮ এপ্রিল এসব ল্যাম্পপোস্ট ও এর মধ্যে বাতি লাগানোর কাজ শেষ হয়। এরপর পুরো সেতুতে কেবল টানা হয়েছে।

গত বছর ২৫ নভেম্বর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে প্রথম ল্যাম্পপোস্ট বসানোর কাজ শুরু হয়েছিল।

Comments

The Daily Star  | English

A floating mosaic of guavas, baskets and people

During the monsoon, Jhalakathi transforms into a floating paradise. Bhimruli guava market comes alive with boats carrying farmers, buyers, and tourists.

11h ago