পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা, থানায় জিডি

পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারে শাহ জালাল ফেরির ধাক্কার ঘটনায় মাদারীপুরের শিবচর থানায় জিডি করেছে পদ্মা সেতু কর্তৃপক্ষ।
Padma Bridge.jpg
পদ্মার বুকে নির্মাণাধীন পদ্মা সেতু। ফাইল ছবি, শেখ এনাম

পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারে শাহ জালাল ফেরির ধাক্কার ঘটনায় মাদারীপুরের শিবচর থানায় জিডি করেছে পদ্মা সেতু কর্তৃপক্ষ।

শুক্রবার রাত ১০টায় পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আবদুর কাদের এ জিডি করেন। জিডি নং ৮৯১।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত জিডিতে বলা হয়েছে, '২৩ জুলাই সকাল ৯টা ১৫ মিনিটের দিকে মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে ছেড়ে আসা শাহ জালাল ফেরিটি পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারে সজোরে আঘাত করে। এতে পিলারের পাইল ক্যাপের উপরিভাগ ও সাইট ক্ষতিগ্রস্ত হয়। ইতিপূর্বেও একাধিকবার বিআইডব্লিউটিসির ফেরি সেতুর কয়েকটি পিলারে আঘাত করেছে। এ বিষয়ে বেশ কয়েকবার বিআইডব্লিউটিসি এর সংশ্লিষ্টদের মৌখিক ও লিখিতভাবে সাবধানতার সাথে ফেরি চালানোর জন্য অনুরোধ করা হয়েছে। এ ধরণের ঘটনা বারংবার ঘটলে সেতুর নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হবে। তাছাড়া ফেরি যানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ও অসংখ্য প্রাণঘাতীর ঘটনা ঘটতে পারে। এমতাবস্থায়, উক্ত বিষয়ে ফেরিটির ফিটনেস ছিল কিনা, চালকের যথাযথ যোগ্যতা, শারীরিক ভাবে অসুস্থতা, অবহেলা কিংবা অদক্ষতা রয়েছে কিনা তদন্ত করে দেখা প্রয়োজন।'

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আমির হোসেন জিডির বিষয়টি নিশ্চিত করে দ্য ডেইলি স্টারকে বলেন, 'এ বিষয়ে তদন্ত করে বিস্তারিত খতিয়ে দেখা হবে।'

Comments

The Daily Star  | English
Gazipur factory fire September 2024

Column by Mahfuz Anam: Business community's voice needed in the interim government

It is necessary for keeping the wheels of growth running and attracting foreign investment in the new Bangladesh.

10h ago