দ্বিতীয় দিনে পদ্মা সেতুতে যান চলাচল কমেছে এক তৃতীয়াংশ

পদ্মা সেতু চালুর দ্বিতীয় দিনে পার হওয়া যানবাহনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। ছবি: সাজ্জাদ হোসেন/স্টার

পদ্মা সেতু চালুর দ্বিতীয় দিনে পার হওয়া যানবাহনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। সোমবার ভোর থেকে সরকার পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করায় এ সংখ্যা কমেছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, সোমবার ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৮ ঘণ্টায় মোট ৪ হাজার ৪৬৮টি যানবাহন পদ্মা সেতু পার হয়েছে। রোববার একই সময়ে মোট ১৫ হাজার ২০০টি যানবাহন সেতু পার হয়েছিল।

এই ৮ ঘণ্টায় পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে ৫৮ লাখ ৫১ হাজার ৯০০ টাকা।

গতকাল একই সময়ে টোল আদায় হয়েছিল ৮২ লাখ ১৯ হাজার টাকা।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, 'সেতুতে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দেওয়ায় যানবাহনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।'

রোববার উদ্বোধনের পর অসংখ্য মোটরসাইকেলের কারণে পদ্মা সেতুর টোল প্লাজার কর্মীদের হিমশিম খেতে হয়।

এছাড়া মোটরসাইকেল দুর্ঘটনায় রাতে ২ জন মারা যান।

সূত্র জানায়, রোববার দুপুর ২টা পর্যন্ত সেতু পার হওয়া ১৫ হাজার ২০০ যানবাহনের মধ্যে ৬০ শতাংশের বেশি ছিল মোটরসাইকেল।

Comments

The Daily Star  | English

'Extremism raising its head in Bangladesh'

Threat endangers the country’s very existence, Mirza Fakhrul says

27m ago