ডিসেম্বরের মধ্যে পদ্মা সেতুর রেললাইনের কাজ শেষ করতে চায় রেলওয়ে

পদ্মা সেতু প্রকল্প কর্তৃপক্ষ আগামীকাল থেকে সেতুর নিন্মভাগের রেললাইন বসানোর অবকাঠামোটি বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর প্রক্রিয়া শুরু করবে। যেন রেল কর্তৃপক্ষ সেতুর নিচের ডেকে রেললাইন বসানোর কাজ শুরু করতে পারে।
ছবি: স্টার

পদ্মা সেতু প্রকল্প কর্তৃপক্ষ আগামীকাল থেকে সেতুর নিন্মভাগের রেললাইন বসানোর অবকাঠামোটি বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর প্রক্রিয়া শুরু করবে। যেন রেল কর্তৃপক্ষ সেতুর নিচের ডেকে রেললাইন বসানোর কাজ শুরু করতে পারে।

কর্মকর্তারা জানিয়েছেন, উভয় কর্তৃপক্ষ একটি যৌথ সমীক্ষা চালাবে এবং হস্তান্তর প্রক্রিয়াটি শেষ করতে এক সপ্তাহ সময় লাগতে পারে। রেল কর্তৃপক্ষ ২ সপ্তাহের মধ্যে রেললাইন বসানোর কাজ শুরু করবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ রেলওয়ে, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও প্রকল্প কর্মকর্তারা আজ শনিবার মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে এক বৈঠকের পর এ তথ্য জানান।

পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (কারিগরি) মো. কামরুজ্জামান জানান, আগামীকাল তারা সেতুর সংশ্লিষ্ট অংশ রেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবেন।

দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, 'হস্তান্তর প্রক্রিয়া শেষ হতে এক সপ্তাহ সময় লাগতে পারে।'

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালক আফজাল হোসেন বলেন, তারা একটি যৌথ জরিপ শুরু করবেন এবং রেললাইন বসানোর কাজ শুরু করতে দুই সপ্তাহ সময় লাগতে পারে।

বাংলাদেশ রেলওয়ে প্রায় ৪০ হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার রেললাইন নির্মাণে রেল সংযোগ প্রকল্প বাস্তবায়ন করছে।

দ্বিতল সেতুটির উপরে রাস্তা এবং নিচে রেললাইন থাকবে। সেতুটি গত মাসে যান চলাচলে উন্মুক্ত করা হয়।

আফজাল হোসেন বলেন, 'এ বছরের ডিসেম্বরের মধ্যে সেতু ও এর সংযোগকারী অংশে প্রায় ৭ কিলোমিটার দৈর্ঘ্যের রেললাইন বসানোর কাজ শেষ করার পরিকল্পনা আছে আমাদের।'

Comments