ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বেড়েছে যানবাহনের চাপ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ বেড়েছে। ছবি: স্টার

ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের ভিড়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ বেড়েছে।

দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশপথ হিসেবে পরিচিত এই মহাসড়কে বৃহস্পতিবার সকাল ১০টার পর থেকে দূরপাল্লার গাড়ির সংখ্যা বাড়তে থাকে।

এতে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়। আটটি টোল বুথে নিরবচ্ছিন্ন টোল আদায় করা হলেও টোল প্লাজায় দুপুর পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি ছিল।

টোল প্লাজায় দুপুর পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি ছিল। ছবি: স্টার

সকালে মাওয়া প্রান্ত থেকে এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার দোগাছি পর্যন্ত প্রায় সাত কিলোমিটার এলাকায় যানবাহন চলেছে ধীরগতিতে। তবে বেলা বাড়ার সাথে সাথে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।

পদ্মা সেতু সাইট অফিসের প্রকৌশলী আবু সাদ জানান, 'সেতুর দুই প্রান্তে আটটি করে মোট ১৬টি বুথে টোল আদায় করা হচ্ছে। প্রতিটি প্রান্তে দুইটি করে মোট চারটি বুথ দিয়ে মোটরসাইকেল পারাপার করা হচ্ছে। ইলেকট্রনিক বুথ চালু থাকলেও এখনো হাতেগোনা কিছু যানবাহন শুধু রেজিস্ট্রেশন করেছে। তাই প্রায় সব যানবাহনের টোল আদায় করা হচ্ছে প্রথাগত পদ্ধতিতে।'

বেলা বাড়ার সাথে সাথে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। ছবি: স্টার

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে ৩৭ হাজার ৪৬৫টি যানবাহন পারাপার হয়েছে। এ সময় টোল আদায় হয়েছে চার কোটি নয় লাখ ছয় হাজার ১৫০ টাকা

হাসাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, সকালে চাপ থাকলেও দুপুরে যানবাহনের চাপ কমতে শুরু করে।

মাওয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়াউল ইসলাম জানান, সকালে যানবাহনের চাপ থাকলেও কোনো যানজট ছিল না, কোনো দুর্ঘটনাও ঘটেনি।

টোল প্লাজায় দুপুর পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি ছিল। ছবি: স্টার

 

Comments

The Daily Star  | English

India-US spat over trade and oil threatens wider fallout

India is already making some moves with Russia and China. Modi is set to visit China soon for the first time since 2018.

1h ago