পরিবেশ দূষণকারীদের নাম প্রকাশের নির্দেশ হাইকোর্টের

দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন
স্টার ফাইল ফটো

পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইট ও প্রেস রিলিজে পরিবেশ দূষণকারীদের নাম প্রকাশ করে ২ সপ্তাহের মধ্যে আদালতে অগ্রগতির প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

পরিবেশ দূষণকারীদের নাম গণমাধ্যমে প্রকাশের ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যাখ্যা করতে বলেছেন আদালত।

প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হিউমান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) একটি রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন এবং রুল জারি করেন।

শুনানির সময় রিট আবেদনকারীর কৌঁসুলি মনজিল মুর্শিদ হাইকোর্টকে বলেন, কর্তৃপক্ষ তথ্য অধিকার আইন এবং পরিবেশ সুরক্ষা আইনের সংশ্লিষ্ট ধারাগুলোর অধীনে পরিবেশ দূষণকারীদের তথ্য প্রকাশ করতে বাধ্য।

তিনি যুক্তি দেন, কিন্তু পরিবেশ অধিদপ্তর আইন লঙ্ঘন করে দূষণকারীদের পক্ষে অবস্থান নিয়েছে।

Comments

The Daily Star  | English

‘We knew nothing about any open letter’

Journalist Bibhuranjan’s son says after identifying his body

5h ago