বাসায় মদ-মাদক, পরীমনি আটক

পরীমনি। ছবি: আসিফুর রহমান

নিজ বাসা থেকে মদসহ চিত্রনায়িকা পরীমনিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে তাকে আটক করা হয়। রাত ৮টা ১২ মিনিটে পরীমনিকে তার বনানীর বাসা থেকে র‍্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। তার বাসায় অভিযান চালানো র‍্যাব সদস্যদের সঙ্গে আসা একটি মাইক্রোবাসে করে তাকে নিয়ে যাওয়া হয়েছে।

আজ বিকাল ৪টার দিকে তার বনানীর বাসায় অভিযান চালায় র‌্যাব। অভিযানে তার বাসা থেকে মাদক পাওয়া গেছে বলে জানা গেছে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন বিকালে দ্য ডেইলি স্টারকে বলেছিলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পরীমনির বাসায় অভিযান চালানো হচ্ছে।

বিকেল ৪টার দিকে সাদা পোশাকে থাকা র‌্যাব সদস্যরা বনানীতে পরীমনির বাসায় ঢোকার চেষ্টা করেন। লাইভে এসে পরীমনি জানান, পরিচয় নিশ্চিত হতে না পারায় তিনি বাসার দরজা খুলছেন না।

বাসার নিচে গণমাধ্যমকর্মীদের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর সাড়ে চারটার দিকে তিনি দরজা খুলে দেন।

এর কিছুক্ষণ পর লাইভ বন্ধ করতে বাধ্য হন এই নায়িকা।

Comments

The Daily Star  | English

Dhaka College, City College students clash at Science Lab; traffic halted

A clash broke out between the students of Dhaka College and City College in the capital's Science Laboratory area today

19m ago