পাটুরিয়া-দৌলতদিয়ায় যোগ হলো আরও ৪ ফেরি

ফেরি পারাপার স্বাভাবিক রাখতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে আরও চারটি রো-রো ফেরি আনা হয়েছে। মু্ন্সিগঞ্জের শিমুলিয়া-বাংলাবাজার নৌপথ থেকে আজ বৃহস্পতিবার এই ফেরিগুলো আনা হয়েছে।
ফেরিগুলো হলো-কেরামাত আলী, গোলাম মওলা, এনায়েতপুরি এবং শাহ পরান।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. জিল্লুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পদ্মায় স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি পারাপারে সময় বেশী লাগছে। এতে ট্রিপ সংখ্যা কমে যাওয়ায় যানবাহনগুলিকে দীর্ঘসময় ঘাটে ফেরি পারের অপেক্ষায় থাকতে হচ্ছে।
এছাড়া, শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরিতে ভারী যানবাহন পারাপারে নিষেধাজ্ঞা থাকায়, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যানবাহনের সংখ্যা বেড়ে গেছে।
মো. জিল্লুর রহমান বলেন, 'ফেরি সার্ভিস স্বাভাবিক রাখতে আমরা মাওয়া ঘাট থেকে চারটি বড় ফেরি এনেছি। এখন আমাদের ফেরির সংখ্যা হলো ১৯টি। আগামীকাল সকাল থেকেই সবগুলো ফেরি চলাচল করবে।'
'আশা করি সব ধরণের গাড়ি ও যাত্রী আমরা সহজেই পার করতে পারব,' বলেন তিনি।
Comments