পাটুরিয়া ঘাটে ৩০০ ছোট গাড়ি পারের অপেক্ষায়

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে পারের অপেক্ষায় ৩ শতাধিক ছোট গাড়ি। ২৮ এপ্রিল ২০২২। ছবিটি সকাল সাড়ে ৯টায় তোলা। ছবি: স্টার

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে ছোট গাড়ির চাপ রয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ফেরি পারের অপেক্ষায় ৩ শতাধিক ছোট গাড়ি লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

ঈদে যাত্রী ও যানবাহন বেড়ে যাওয়ায় ছোট ও বড় গাড়ি যাতায়াতের জন্য আলাদা লেন করা হয়েছে।

আজ সকাল থেকে পাটুরিয়া ঘাটের ১০ কিলোমিটার আগে ঢাকা-আরিচা মহাসড়কের টেপড়া এলাকায় ছোট গাড়ি থামিয়ে ৫ নম্বর ফেরিঘাটের রাস্তায় পাঠানো হচ্ছে।

সরকারি নির্দেশনা অনুযায়ী সাধারণ পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ আছে। তবে, জরুরি পণ্যবাহী গাড়ি যথারীতি চলাচল করছে।

ছোট গাড়ির চাপ কিছুটা বাড়তি থাকলেও বড় গাড়ির চাপ নেই পাটুরিয়া ঘাটে। দূরপাল্লার বাস ঘাটে আসা মাত্র ফেরিতে সহজেই দৌলতদিয়া ঘাট হয়ে গন্তব্যে যেতে পারছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহ মো. খালেদ নেওয়াজ দ্য ডেইলি স্টারকে বলেন, 'পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ২০টি ফেরি সচল আছে। একটি ফেরিটি আরিচা-কাজিরহাট নৌপথে পাঠানো হয়েছে।'

Comments

The Daily Star  | English

Four top NBR officials sent into retirement

The four reportedly supported the recent protest by the NBR officials

26m ago