পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যান চলাচল স্বাভাবিক

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ছবি: সংগৃহীত

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে, গতকালের মতো আজ শনিবারেও ঢাকা-পাটুরিয়া মহাসড়কে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।

আজ শনিবার সকালে পাটুরিয়া ফেরিঘাট ও ঢাকা-পাটুরিয়া মহাসড়কে এ চিত্র দেখা গেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহ মো. খালেদ নেওয়াজ দ্য ডেইলি স্টারকে বলেন, 'পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে ঢাকার দক্ষিণের জেলা মাদারীপুর, শরিয়তপুর, গোপালগঞ্জ, পটুয়াখালী, বরিশালসহ আশেপাশের এলাকার যাত্রী ও যানবাহন সেতু ব্যবহার করছে। সেকারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যাত্রী ও যানবাহনের চাপ কমে গেছে। তবে, ঈদকে সামনে রেখে গত ৩ দিন ধরে যাত্রী ও যানবাহনের চাপ কিছুটা বেড়েছে।'

'আজ ২১টির ফেরির সবগুলোই সচল থাকায় বাড়তি গাড়ি পার করতে কোনো সমস্যা হচ্ছে না। ঘাটে আসামাত্রই যাত্রী ও যানবাহন ফেরিতে উঠতে পারছে', বলেন তিনি।

রাজবাড়ীগামী যাত্রী মিজানুর রহমান বলেন, 'পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে কোনো যানজট নেই। স্বাভাবিকভাবেই যান চলছে। ঘাটে আসামাত্রই কোনো ধরনের ঝামেলা ছাড়াই আমরা ফেরিতে উঠতে পারছি।'

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ছবি: সংগৃহীত

ঢাকা-পাটুরিয়া মহাসড়ক

ঢাকা পাটুরিয়া মহাসড়কে যান চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে বলে তারা অভিযোগ করেন। ফরিদপুরের আতিকুল ইসলাম বলেন, 'বাসগুলো আমাদের কাছ থেকে কয়েকগুণ বেশি ভাড়া নিচ্ছে। অথচ দেখার কেউ নেই। পরিবারের সঙ্গে ঈদ কাটাতে বাড়ি তো যেতেই হবে। ফলে বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়েই যাচ্ছি।'

অতিরিক্ত ভাড়ার বিষয়ে জানতে চাইলে মানিকগঞ্জের পুলিশ সুপার গোলাম আজাদ খান ডেইলি স্টারকে বলেন, 'গতকালও বলেছি যে, যেসব গাড়ি ঢাকা থেকে আসছে, সেগুলো যদি বেশি ভাড়া নেয়, সেটা আমার দেখার এখতিয়ারের মধ্যে নেই। কিন্তু, আমার এখান থেকে কোনো গাড়ি অতিরিক্ত ভাড়া নিচ্ছে না।'

Comments

The Daily Star  | English

FDI rose 20% in FY25

Bangladesh saw a rebound in foreign direct investment (FDI) in the fiscal year (FY) 2024-25, with net inflows reaching $1.71 billion.

2h ago