আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

নৌপথের দুর্ঘটনা এড়াতে রাতে বন্ধ করে দেওয়া হয় এই দুই নৌরুট
সকালে ঘনকুয়াশা কেটে যাওয়ার পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু হয়। ছবি: স্টার

ঘনকুয়াশার কারণে সোয়া ১১ ঘণ্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট ও সোয়া ৮ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, 'নৌপথের দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ১০টায় আরিচা-কাজিরহাট নৌপথে এবং দেড়টায় পাটুরিয়া নৌপথের ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এতে করে মানিকগঞ্জের আরিচা ঘাট ও পাবনার কাজিরহাট ফেরিঘাটে আটকা পড়ে যাত্রী ও যানবাহনের চালক-সহযোগীরা। একই অবস্থার সৃষ্টি হয় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ির দৌলতদিয়া ফেরিঘাটে।'

ঘনকুয়াশা কেটে গেলে আজ বুধবার সকাল পৌনে ১০টায় আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের ফেরি চলাচল শুরু হয় বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

Bangladesh to get electricity from Nepal through India

In the first phase, Nepal will export 40 MW of hydroelectricity to Bangladesh via Indian territory, PTI reported from Kathmandu

41m ago