পাবনায় ২ সপ্তাহব্যাপী একুশে বইমেলা শুরু

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পাবনায় দুই সপ্তাহব্যাপী বইমেলা শুরু হয়েছে।
রোববার সন্ধ্যায় ভাষা সৈনিক ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রনেশ মৈত্র পাবনার রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে দুই সপ্তাহব্যাপী বইমেলার উদ্বোধন করেন।

পাবনার একুশে বই মেলা উদযাপন পরিষদের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে।
পাবনার একুশে বইমেলা উদযাপন পরিষদের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকু।

বক্তারা বলেন, 'বইমেলার মাধ্যমে যেমন সৃজনশীল লেখক ও পাঠকের সমাগম বৃদ্ধি পায় পাশাপাশি জ্ঞানভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখে।'
বই মেলা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, এ বছর মেলায় ৪৮টি স্টল বসানো হয়েছে। মেলার প্রথম দিন অপেক্ষাকৃত কম মানুষের উপস্থিতি দেখা গেলেও জনসমাগম বাড়বে বলে মনে করছে উদযাপন পরিষদ।
মেলায় প্রতিদিন আলোচনা সভার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানায় মেলা কতৃপক্ষ।
Comments