প্রায় ৮ ঘণ্টা পর শিমুলিয়া-মাঝিরঘাটে ফেরি চলাচল শুরু

পদ্মায় তীব্র স্রোতের কারণে মুন্সিগঞ্জের শিমুলিয়া-শরীয়তপুর সাত্তার মাদবর মঙ্গলমাঝির ঘাট নৌপথে বন্ধ ঘোষণার সাড়ে ৭ ঘণ্টা পর ফেরি চলাচলের সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিটিসি। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত এখন থেকে শুধু দিনে ফেরি চলাচল করবে এবং রাতে বন্ধ থাকবে।
ফাইল ছবি: জাহিদ হাসান/ স্টার

পদ্মায় তীব্র স্রোতের কারণে মুন্সিগঞ্জের শিমুলিয়া-শরীয়তপুর সাত্তার মাদবর মঙ্গলমাঝির ঘাট নৌপথে বন্ধ ঘোষণার সাড়ে ৭ ঘণ্টা পর ফেরি চলাচলের সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিটিসি। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত এখন থেকে শুধু দিনে ফেরি চলাচল করবে এবং রাতে বন্ধ থাকবে।

আজ সোমবার ভোর ৫টা থেকে এই নৌরুটে ফেরি কুঞ্জলতাকে দিয়ে ফেরি চলাচল শুরু হয়। গতকাল ১৯ জুন রোববার রাত ৯টা ৩০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ ছিল।

বিআইডব্লিটিসি বাংলাবাজার ও মঙ্গলমাঝির ঘাটের ব্যবস্থাপক সালাউদ্দিন আহমেদ (বাণিজ্য) দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, 'বর্ষা মৌসুম হওয়ায় পদ্মায় পানি বেড়েছে। খরস্রোতা নদী হওয়ায় স্বাভাবিকভাবেই পদ্মায় তীব্র স্রোত দেখা দিয়েছে। এ ছাড়া পানির চাপে নদীর তলদেশে ঘূর্ণন সৃষ্টি হয়েছে। তীব্র স্রোতের কারণে চালক (সারেং) ফেরি চালাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন। তার উপর জাজিরার টার্নিং পয়েন্টে রোববার ভোর পৌনে চারটার দিকে 'বেগম রোকেয়া ও সুফিয়া কামাল' ফেরির সংঘর্ষে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। গতকাল ১৯ জুন রোববার রাত ৯টা ৩০ মিনিট থেকে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ ছিল।'

তিনি আরও বলেন, 'তীব্র স্রোতের বিপরীতে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ। সকালে স্রোতের তীব্রতা কিছুটা কম থাকায় ফেরি চালানোর সিদ্ধান্ত নিয়েছে বিআইডাব্লিটিসি। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত এখন থেকে শুধু দিনে ফেরি চলাচল করবে এবং রাতে বন্ধ থাকবে। বর্তমানে এই ঘাটে থাকা ৭টি ফেরিতে যানবাহন পারাপার হচ্ছে। ভোর ৫টায় শিমুলিয়া থেকে ফেরি কুঞ্জলতা লোড করে মাঝিরঘাটের উদ্দেশে ছেড়ে আসে। সকাল ৬টার দিকে ফেরিটি মাঝিরঘাটে নোঙর করে।'

Comments