অপরাধ ও বিচার

চাঁদপুরে আগ্নেয়াস্ত্রসহ ৫ নৌ ডাকাত আটক

চাঁদপুরের পদ্মা নদীতে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্রসহ ডাকাতদলের ৫ সদস্যকে আটক করেছে নৌ পুলিশ।
চাঁদপুর
স্টার অনলাইন গ্রাফিক্স

চাঁদপুরের পদ্মা নদীতে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্রসহ ডাকাতদলের ৫ সদস্যকে আটক করেছে নৌ পুলিশ।

বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ১টি স্পিডবোট, ২টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশি অস্ত্র জব্দ করে পুলিশ। আটককৃতরা হলেন—মুন্সিগঞ্জের আকতার হোসেন (৩০), ইকবাল মুন্সি (২৮), আবুল বাসার (২২), শাকিল দেওয়ান (২১) ও ইয়ামিন (১৯)।

আজ শুক্রবার সকালে চাঁদপুর নৌ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে নৌ পুলিশের চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যার পর চাঁদপুর অঞ্চলে পদ্মা নদীতে নৌ-পুলিশ এই অভিযান চালায়। এসময় ডাকাতদলটি ডাকাতির প্রস্ততি নিচ্ছিলো। পুলিশের উপস্থিতি টের পেয়ে দলটি স্পিডবোটে করে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গাওদিয়া বাজার সংলগ্ন এলাকায় একটি পাটক্ষেতে আত্মগোপন করে। পরে সেখান থেকে পুলিশ ২ জনকে আটক করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে আরও ৩ জনকে আটক করা হলেও ৮ জন পালিয়ে যেতে সক্ষম হয়।

Comments