বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্তে ১০ কিলোমিটার যানজট

ঈদযাত্রায় সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পশ্চিম প্রান্তে ১০ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, যানবাহন চলাচল থেমে নেই এবং থেমে থেমে যানবাহন চলছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ বাড়ছে।
সকাল থেকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্তে ধীরে ধীরে যান চলাচল করছিল। ছবিটি শুক্রবার সকাল ১১টার দিকে তোল। ছবি: সংগৃহীত

ঈদযাত্রায় সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পশ্চিম প্রান্তে ১০ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, যানবাহন চলাচল থেমে নেই এবং থেমে থেমে যানবাহন চলছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ বাড়ছে।

হাটিকুমরুল হাইওয়ে পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লুৎফর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সায়েদাবাদ ও ঝাওল ব্রিজের কাছে যানবাহনের চাপে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্তে প্রায় ১০ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজট হচ্ছে।'

তিনি আরও বলেন, 'এছাড়া বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কের নলকা থেকে হাটিকুমরুল পর্যন্ত যানবাহনের চাপ থাকলেও গাড়ি থেমে নেই। যানবাহনের চাপ বাড়ায় ধীর গতিতে চলছে উত্তরের যানবাহন।'

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসাদ্দেক হোসেন বলেন, 'মহাসড়কে চলাচলকারী যানবাহনের চালকরা বেশিরভাগ ক্ষেত্রেই নিয়ম-নীতির তোয়াক্কা না করে। তারা যে কোনো দিক দিয়ে গাড়ি চালিয়ে দ্রুত এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, এতে বিভিন্ন স্থনে কিছুটা সমস্যা হচ্ছে। মহাসড়কে পর্যাপ্ত পুলিশ কাজ করছে।'

মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপে ঘরে ফেরার অপেক্ষা দীর্ঘ হচ্ছে ঈদে ঘরমুখো মানুষের।

ঢাকার একটি গার্মেন্টস ফ্যাক্টরির কর্মকর্তা পাবনার মো. ফারুক হোসেন বলেন, 'শুক্রবার সকাল ১১টায় উত্তরা থেকে গাড়িতে ওঠার কথা ছিল। কিন্তু, বঙ্গবন্ধু সেতুর দুই প্রান্তের যানজটের কারণে সকাল ১১টার গাড়ি বিকেলে ঢাকা পৌঁছায়। বিকেল সাড়ে ৫টার দিকে গাড়িতে ওঠার পর রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুতে পোঁছালেও কখন বাড়ি ফিরতে পারব তা বলতে পারছি না।'

Comments