বাঘাবাড়ীতে মহাসড়কে সংস্কারকাজ, বৃষ্টিতে বেড়েছে দুর্ভোগ, ঈদযাত্রা নিয়ে শঙ্কা

সড়কের এক লেনে কাজ চলায় অপর লেনে তীব্র যানজট। ছবি: স্টার

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ীতে মহাসড়কে সংস্কারকাজ চলছে প্রায় দুই মাস ধরে।  এ কারণে উত্তরের ব্যস্ততম এই মহাসড়কে যান চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। পাশাপাশি গত দুইদিনের টানা বর্ষণে দুর্ভোগ আরও বেড়েছে।  

মহাসড়কের এক লেনে নির্মাণকাজের কারণে বিপর্যস্ত মহাসড়কে আসন্ন ঈদযাত্রায় যাত্রীদের দুর্ভোগ বড় আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছে যাত্রী ও যান চালকরা। 

তবে সড়ক বিভাগ জানিয়েছে, ঈদযাত্রা শুরুর আগে সংস্কারকাজ বন্ধ রেখে সড়কের দুই লেনেই যান চলাচল শুরু করা হবে।

এই সড়ক দিয়ে প্রতিদিন পাবনা থেকে সিরাজগঞ্জে অফিস করতে যান পল্লব হোসেন। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'মহাসড়কে কাজ চলায় গত দুই মাসের বেশি সময় ২ ঘণ্টার পথ পার হতে সময় লাগছে ৩ ঘণ্টার বেশি।' 

তিনি আরও জানান, সকালের দিকে যানবাহনের চাপ কিছুটা কম থাকে এবং বিকেলে চাপ বাড়তে থাকে। বৃষ্টির কারণে বৃহস্পতিবার রাস্তায় যানজট আরও বেড়ে যায় এবং বাড়িতে পৌঁছাতে তার রাত হয়ে যায়।

সড়কের এক লেন দিয়ে গাড়ি চলায় ট্রাফিক নিয়ন্ত্রণ করছে পুলিশ। ছবি: স্টার

সরেজমিনে বাঘাবাড়ী এলাকা ঘুরে দেখা গেছে, দুই লেনের ব্যস্ততম জাতীয় এ মহাসড়কে এক লেন দিয়ে যান চলাচল করছে। সড়কে শতাধিক যানবাহনের জটলা লেগে আছে।
যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখতে নির্দিষ্ট সময় পরপর এক দিকের গাড়ি চলাচল বন্ধ করে অপর দিকের গাড়ি ছাড়া হচ্ছে।

শুক্রবার টাঙ্গাইলের একটি আবাসিক স্কুল থেকে মেয়েকে আনতে যান পাবনার চাকরিজীবী দম্পতি সুলতান হাফিজ ও সায়রা আহমেদ। বাসের টিকিট কাটতে গিয়ে জানতে পারেন সড়কের দুর্ভোগের কথা।  তারা জানান, পরে তারা প্রাইভেটকার ভাড়া করে নাটোরের বনপারা মহাসড়ক ঘুরে টাঙ্গাইল যান। 

সুলতান হাফিজ বলেন, 'সকাল ৮টার মধ্যে টাঙ্গাইলে ওই আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছানোর কথা ছিল মেয়েকে নিয়ে আসতে। কিন্তু সড়কের অবস্থা শুনে বুঝতে পারি বাসে এটা অসম্ভব। তাই বাধ্য হয়ে প্রাইভেটকারের ব্যবস্থা করতে হয়েছে।'

কিন্তু যাত্রীবাহী বাসগুলোকে নিয়মিত দুর্ভোগের মধ্যেই এ সড়ক ব্যবহার করতে হচ্ছে। 

বাসচালক মিলটন হোসেন ডেইলি স্টারকে বলেন, 'বাঘাবাড়ীতে এক লেন দিয়ে গাড়ি চলায় আমাদের দীর্ঘক্ষণ থেমে থাকতে হয়। শাহজাদপুরের ১০ কিলোমিটার সড়ক পার হতে আধাঘণ্টা থেকে এক ঘণ্টা বেশি সময় লেগে যাচ্ছে।' 

পরিবহন সংশ্লিষ্টরা জানান, ঈদের সময় যানবাহনের চাপ কয়েক গুণ বেড়ে গেলে ব্যস্ততম এই মহাসড়কের বাঘাবাড়ি অংশ নিয়ে বড় ধরনের সংশয় আছে।

জানতে চাইলে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ বলেন, 'সংস্কারকাজের জন্য মহাসড়কের বাঘাবাড়ি এলাকায় যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ কাজ করছে। ঈদযাত্রা শুরু হলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।'

জানতে চাইলে সিরাজগঞ্জ সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী জাহিদুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'মহাসড়কের ১০ কিলোমিটার অংশে সংস্কারকাজ শুরু হয়েছে ফেব্রুয়ারিতে। প্রায় এক কিলোমিটারের ঢালাইয়ের কাজ এখনো শেষ হয়নি।' 

৩০ জুনের মধ্যে এ কাজ শেষ হওয়ার কথা বলে জানান তিনি। 

তবে, ঈদের আগেই কংক্রিট ঢালাইয়ের কাজ শেষ হলে দুই লেনেই যান চলাচল শুরু করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

প্রকৌশলী জাহিদুর রহমান বলেন, 'ঈদযাত্রা শুরু হওয়ার আগেই কাজ বন্ধ রাখা হবে। ঈদের পর বাকি কাজ হবে। ফলে ঈদের সময় যান চলাচলে সমস্যা হবে না।'

Comments

The Daily Star  | English

Nahid calls for preparations for another mass uprising if ‘old game’ doesn’t end

He made these remarks during a street rally at Chashara intersection, Narayangaj

1h ago