বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়কে গাড়ির ধীর গতি

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় গত কয়েকদিনের মতো আজ সোমবারও ভোর থেকে বঙ্গবন্ধু সেতুর উভয়প্রান্তের সংযোগ সড়কে গাড়ির ধীর গতি লক্ষ্য করা গেছে। এতে ভোগান্তিতে পড়ছেন যাত্রী, পরিবহন শ্রমিক এবং সংশ্লিষ্টরা।
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী পুংলিতে গাড়ির ধীর গতি। ছবিটি আজ সকাল সাড়ে ৮টায় তোলা। ১৯ জুলাই ২০২১। ছবি: স্টার

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় গত কয়েকদিনের মতো আজ সোমবারও ভোর থেকে বঙ্গবন্ধু সেতুর উভয়প্রান্তের সংযোগ সড়কে গাড়ির ধীর গতি লক্ষ্য করা গেছে। এতে ভোগান্তিতে পড়ছেন যাত্রী, পরিবহন শ্রমিক এবং সংশ্লিষ্টরা।

আজ সকাল সাড়ে ১০টায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী পুংলি থেকে বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজা পর্যন্ত ১৩ কিলোমিটার অংশে গাড়ির ধীর গতি দেখা গেছে।

এতে ঢাকা থেকে আসা উত্তরবঙ্গগামী লেনে অনেক গাড়ি আটকে থাকলেও ঢাকামুখী লেনে স্বাভাবিক গতিতে গাড়ি চলেছে। তবে বঙ্গবন্ধু সেতুপূর্ব থেকে এলেঙ্গা পর্যন্ত ঢাকামুখী লেনে ধীর গতিতে গাড়ি চলেছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত দ্য ডেইলি স্টারকে বলেন, ‘মহাসড়কে গাড়ির চাপ বাড়ছে। ফলে কোথাও কোথাও যানজটের সৃষ্টি হচ্ছে। তবে এখন কোথাও গাড়ি থেমে নেই।’

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় ডেইলি স্টারকে বলেন, ‘যানজট নিরসনে পুলিশ কাজ করছে। টাঙ্গাইল অংশে যানজট নিরসনে ৬০৩ জন পুলিশ সদস্য মহাসড়কে কাজ করছেন। এর বাইরেও প্রায় ২০০ হাইওয়ে পুলিশ সদস্যর কাজ করছেন।’

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago