বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ

পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি গভীর নিম্নচাপ অবস্থান করছে। তবে এর প্রভাব বাংলাদেশে পড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ যে বৃষ্টি হচ্ছে তা মূলত স্থানীয় মেঘের কারণে। গভীর নিম্নচাপের প্রভাবে বাংলাদেশে খুব একটা পড়বে না।'
নিম্নচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
নিম্নচাপটির বিষয়ে বজলুর রশিদ আরও বলেন, 'এটা সাইক্লোনে রূপ নিয়ে আগামীকাল ভারতের স্থলভাগে উঠে যেতে পারে। এর প্রভাবে আগামীকাল বাংলাদেশের উপকূলীয় এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ভারি বৃষ্টি হওয়ার সম্ভবনা নেই।'
Comments