বাংলাদেশ-ভারত বাস চলাচল শুরু হতে পারে ১০ জুন

করোনা মহামারির কারণে ২ বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর আগামী ১০ জুন থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাস চলাচল পুনরায় শুরু হতে পারে।
আনুষ্ঠানিক আদেশ না এলেও বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ও শ্যামলী এনআর ট্রাভেলসকে এ বিষয়ে মৌখিকভাবে অবহিত করা হয়েছে বলে সূত্র জানিয়েছে।
গত রোববার ২ প্রতিবেশী দেশের মধ্যে রেল যোগাযোগ পুনরায় চালু হওয়ার কয়েক দিন পরেই বাস যোগাযোগ শুরুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
২০২০ সালের মার্চে বাংলাদেশে প্রাণঘাতী করোনাভাইরাস আঘাত হানার পর বাস ও ট্রেন যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়।
বাংলাদেশ-ভারত বাস সার্ভিস
করোনার কারণে বাস সেবা বন্ধ রাখার আগে ভারত ও বাংলাদেশের মধ্যে মোট ৫টি রুটে বাস চলাচল করত। সেগুলো হচ্ছে, ঢাকা-কলকাতা-ঢাকা, ঢাকা-আগরতলা-ঢাকা, ঢাকা-সিলেট-শিলং-গুয়াহাটি-ঢাকা, আগরতলা-ঢাকা-কলকাতা-আগরতলা ও ঢাকা-খুলনা-কলকাতা-ঢাকা।
শ্যামলী এনআর ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক শুভাঙ্কর ঘোষ রাকেশ জানিয়েছেন, কোনো লিখিত নির্দেশ না পেলেও ১০ জুন থেকে বাস চালু করার জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা বাস চালু করতে প্রস্তুত।'
সংশ্লিষ্ট সূত্র জানায়, ত্রিপুরা কর্তৃপক্ষ ইতোমধ্যে ঢাকা-আগরতলা-ঢাকা রুটে পুনরায় বাস চালু করার জন্য নির্দেশনা দিয়েছে।
Comments