বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিশনের বৈঠক মধ্য জুনে

যোগাযোগ ও আন্তঃসীমান্ত বিদ্যুৎবাণিজ্যসহ দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনায় বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠক আগামী জুন মাসের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হবে।

আজ শনিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এ কথা জানিয়েছেন। আগামী ৩০ মে সোমবার নয়াদিল্লিতে জেসিসির এই বৈঠক হওয়ার কথা ছিল।

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে বাংলাদেশের 'অপরিহার্য ভূমিকা' রয়েছে মন্তব্য করে জয়শঙ্কর জানান, আসন্ন জেসিসি বৈঠকে বিষয়গুলোর ব্যাপক পর্যালোচনা করা হবে।

আজ আসামের রাজধানী গুয়াহাটিতে এশিয়ান কনফ্লুয়েন্স নামের একটি সংগঠনের আয়োজনে ন্যাচারাল আলায়েজ ইন ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্টারডিপেন্ডেনস (এনএডিআই) শীর্ষক ২ দিনব্যাপী সম্মেলন উদ্বোধনের সময় জয়শঙ্কর আরও বলেন, 'জুনের মাঝামাঝি সময়ে বাংলাদেশের সঙ্গে যৌথ পরামর্শক কমিশনের বৈঠকে আমরা এসব উন্নয়নসহ আরও অনেক কিছু পর্যালোচনা করব।'

এটি সরকারি পর্যায়ের সম্মেলন না হলেও ভারতের একাধিক রাজ্যের সরকারি প্রতিনিধি, মন্ত্রী, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়ার ১২টি দেশের সরকারি প্রতিনিধি, রাষ্ট্রদূত বা নীতিনির্ধারকেরা এখানে যোগ দেবেন।

এই সম্মেলনের মধ্যেই আজ সকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে জয়শঙ্করের বৈঠক হয়। বৈঠক শেষে আব্দুল মোমেন জেসিসির বৈঠক প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, 'ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয়ে আমার দীর্ঘ আলোচনা হয়েছে। আমরা মনে করছি, আগামী সোমবারের সভা পেছানো দরকার।'

Comments

The Daily Star  | English

Divisions widen over July Charter’s status, implementation

Major political parties are divided over the July Charter’s implementation timeline

9h ago