ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসবে ভারতীয় দল, সূচি প্রকাশ

Indian Cricket team

আগামী অগাস্টে মাসে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসবে ভারতীয় দল। খেলা হবে ঢাকা ও চট্টগ্রামে।

মঙ্গলবার ভারতের সাদা বলের দলের বাংলাদেশ সফরের সূচি প্রকাশ করেছে বিসিবি। সফরসূচি অনুযায়ী ১৩ অগাস্ট ঢাকায় পা রাখবে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা ভারত। 

১৭ ও ২০ অগাস্ট মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হবে প্রথম দুই ওয়ানডে। ২৩ অগাস্ট বীর শ্রেষ্ঠ শহীদ রহুল আমিন স্টেডিয়ামে (আগের নাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) হবে শেষ ওয়ানডে।

২৬ অগাস্ট থেকে চট্টগ্রামেই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। তবে ২৯ ও ৩১ অগাস্ট সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি  আবার হবে মিরপুরে। বাংলাদেশের মাঠে অনেকগুলো ওয়ানডে ও টেস্ট সিরিজ খেললেও কখনো দ্বি-পাক্ষিক সিরিজ খেলেনি ভারত। এবারই প্রথম বাংলাদেশে টি-টোয়েন্টি সিরিজ খেলবে সূর্যকুমার যাদবের দল।  

ভারতীয় দলের সফরটি আইসিসির ভবিষৎ সূচি পরিকল্পনার অংশ। বাংলাদেশে নিয়মিতই সফর করে ভারতীয় ক্রিকেট দল। সর্বশেষ ২০২২ সালে তিন ওয়ানডে ও দুই টেস্টের সিরিজ খেলে গিয়েছিলো তারা। টেস্ট সিরিজটি ছিলো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। 

তারিখ ম্যাচ ভেন্যু
১৭ অগাস্ট প্রথম ওয়ানডে মিরপুর
২০ অগাস্ট দ্বিতীয় ওয়ানডে মিরপুর
২৩ অগাস্ট তৃতীয় ওয়ানডে চট্টগ্রাম
২৬ অগাস্ট প্রথম টি-টোয়েন্টি চট্টগ্রাম
২৯ অগাস্ট দ্বিতীয় টি-টোয়েন্টি মিরপুর
৩১ অগাস্ট তৃতীয় টি-টোয়েন্টি মিরপুর

 

Comments

The Daily Star  | English
Unhealthy election controversy must be resolved

Unhealthy election controversy must be resolved

Just as the fundamental reforms are necessary for the country, so is an elected government.

8h ago