বাসের ২৯-৩০ এপ্রিলের ৮০ শতাংশ টিকিট বিক্রি হয়েছে

গাবতলী টিকিট কাউন্টারে যাত্রীদের ভিড়। ছবি: শাহীন মোল্লা/স্টার

আসন্ন ঈদ উপলক্ষে সড়কপথে বিভিন্ন রুটে ২৯ ও ৩০ এপ্রিলের টিকেটের চাপ অনেক বেশি। এই ২ দিনের প্রায় ৮০ শতাংশ টিকিট বিক্রি হয়ে গেছে।

আজ সোমবার গাবতলীর বিভিন্ন টিকিট কাউন্টার ঘুরে এ তথ্য জানা গেছে।

সোহাগ পরিবহনের কর্মকর্তা রেজাউল করিম দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিভিন্ন রুটে তাদের ৩০০টির মতো বাস চলাচল করে। বর্তমানে যাত্রীর তেমন একটা চাপ নেই। তবে ২৯-৩০ তারিখের টিকিটের চাপ অনেক বেশি। এই ২ দিনের প্রায় ৮০ শতাংশ টিকিট বিক্রি হয়েছে।'

হানিফ পরিবহনের এক কর্মকর্তা জানান, ২৭-৩০ তারিখের টিকিটের চাপ একটু বেশি। তবে ২৯ ও ৩০ তারিখের টিকিটের চাপ অনেক বেশি।

নওগাঁর এনামুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, '২৭ তারিখের টিকিট কাটলাম। এখন ভালোভাবে বাড়িতে যেতে পারলেই বাঁচি।'

Comments

The Daily Star  | English

Uncovering the silent deaths of migrant women

In the shadows of booming remittance flows and the quiet resilience of Bangladesh’s labour diaspora, a disturbing reality persists: numerous Bangladeshi female migrant workers, particularly those employed as domestic help in Gulf countries, are returning home in coffins.

18h ago