বাসের ২৯-৩০ এপ্রিলের ৮০ শতাংশ টিকিট বিক্রি হয়েছে

আসন্ন ঈদ উপলক্ষে সড়কপথে বিভিন্ন রুটে ২৯ ও ৩০ এপ্রিলের টিকেটের চাপ অনেক বেশি। এই ২ দিনের প্রায় ৮০ শতাংশ টিকিট বিক্রি হয়ে গেছে।
গাবতলী টিকিট কাউন্টারে যাত্রীদের ভিড়। ছবি: শাহীন মোল্লা/স্টার

আসন্ন ঈদ উপলক্ষে সড়কপথে বিভিন্ন রুটে ২৯ ও ৩০ এপ্রিলের টিকেটের চাপ অনেক বেশি। এই ২ দিনের প্রায় ৮০ শতাংশ টিকিট বিক্রি হয়ে গেছে।

আজ সোমবার গাবতলীর বিভিন্ন টিকিট কাউন্টার ঘুরে এ তথ্য জানা গেছে।

সোহাগ পরিবহনের কর্মকর্তা রেজাউল করিম দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিভিন্ন রুটে তাদের ৩০০টির মতো বাস চলাচল করে। বর্তমানে যাত্রীর তেমন একটা চাপ নেই। তবে ২৯-৩০ তারিখের টিকিটের চাপ অনেক বেশি। এই ২ দিনের প্রায় ৮০ শতাংশ টিকিট বিক্রি হয়েছে।'

হানিফ পরিবহনের এক কর্মকর্তা জানান, ২৭-৩০ তারিখের টিকিটের চাপ একটু বেশি। তবে ২৯ ও ৩০ তারিখের টিকিটের চাপ অনেক বেশি।

নওগাঁর এনামুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, '২৭ তারিখের টিকিট কাটলাম। এখন ভালোভাবে বাড়িতে যেতে পারলেই বাঁচি।'

Comments

The Daily Star  | English

Age limit for govt job entry: Panel suggests 35yrs for men, 37 for women

A government committee has recommended raising the maximum age limit for applying for public service jobs to 35 years for male candidates and 37 years for female applicants..The five-member committee, formed to review the feasibility of extending the age limit for applying for government j

3h ago