বিএনপি নেতা গৌতম চক্রবর্তী মারা গেছেন

সাবেক প্রতিমন্ত্রী এবং বিএনপির পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক গৌতম চক্রবর্তী মারা গেছেন। রাজধানীর এভার কেয়ার হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার দুপুর দেড়টায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। অসুস্থ অবস্থায় তিনি ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে আজই তাকে এভার কেয়ারে নেওয়া হয়েছিল।
Comments