বিএফডিসিতে পশু কোরবানি দেওয়া যাবে না

ছবি: স্টার

করোনাভাইরাস মহামারির কারণে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) এবার পশু কোরবানি দেওয়া নিষিদ্ধ করা হয়েছে।

আজ রোববার বিকালে দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান বিএফডিসি’র সহকারী পরিচালক (সিকিউরিটি ইনচার্জ) আমিনুল করিম খান।

তিনি বলেন, ‘করোনা মহামারির কারণে এ বছর এফডিসির ভেতরে কোরবানির পশু প্রবেশ ও পশু জবাই কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। তাই এবার ভেতরে এসবের কিছুই করা যাবে না।’

বিগত কয়েক বছর ধরে এফডিসির ভেতর চলচ্চিত্রের বিভিন্ন সংগঠন অসচ্ছল শিল্পী ও কলাকুশলীদের মধ্যে কোরবানির মাংস বিতরণ করে আসছে।

গত বছরও স্বাস্থ্যবিধি মেনে পশু কোরবানি দেওয়া হয়েছিল। করোনার মধ্যে অসচ্ছল শিল্পী ও কলাকুশলীদের স্বাস্থ্যবিধি মেনে ত্রাণ দেওয়া গেলে কোরবানি কেন দেওয়া যাবে না, প্রশ্ন তুলেছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago