বেনাপোল দিয়ে ভারতে যাতায়াত বেড়েছে

ভারতফেরত ব্যক্তিদের জন্যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন প্রত্যাহার করায় বাংলাদেশিদের ভারতে যাতায়াত বেড়েছে।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে গত ২ দিনে ভারতে গিয়েছেন ১ হাজার ৩৭৪ জন এবং দেশে ফিরেছেন ৩৭১ জন।
সংশ্লিষ্ট সূত্র দ্য ডেইলি স্টারকে জানিয়েছে, বেনাপোল চেকপোস্ট দিয়ে গত বুধবার ৮৬৮ জন ও বৃহস্পতিবার ৫০৬ জন বাংলাদেশি মেডিকেল ভিসায় ভারত গেছেন।
বেনাপোলের ১৪টি হোটেলের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা সবাইকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তবে পরীক্ষায় ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব ডেইলি স্টারকে বলেন, 'ভারতফেরত ব্যক্তিদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন তুলে নেওয়ায় মেডিকেল ভিসায় যাত্রীদের যাতায়াত বেড়েছে। ধারণা করা হচ্ছে, এই সংখ্যা আগামীতে আরও বাড়বে।'
শার্শা উপজেলা করোনা প্রতিরোধে কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলিফ রেজা ডেইলি স্টারকে বলেন, 'বেনাপোলের ১৪টি হোটেলের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা সবাইকে বৃহস্পতিবার হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তাদের মধ্যে পরীক্ষায় ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।'
শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউছুফ আলী ডেইলি স্টারকে বলেন, 'হোম কোয়ারেন্টিনে পাঠানো ব্যক্তিদের স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।'
Comments