মাগুরায় ২ পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

মাগুরার শ্রীপুর উপজেলা থেকে খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) লাবনী আক্তার এবং পুলিশ লাইন্স ব্যারাকের ছাদ থেকে কনস্টেবল মাহমুদুল হাসানের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মাগুরার শ্রীপুর উপজেলা থেকে খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) লাবনী আক্তার এবং পুলিশ লাইন্স ব্যারাকের ছাদ থেকে কনস্টেবল মাহমুদুল হাসানের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছে। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'দায়িত্ব পালন শেষে রাতে ব্যারাকে যান মাহমুদুল। আজ সকাল সাড়ে ৭টার দিকে তার নামে ইস্যু করা অস্ত্র দিয়ে মাথায় গুলি করে মাহমুদুল আত্মহত্যা করেছেন।'

মাহমুদুল হাসানের বাড়ি কুষ্টিয়া দৌলতপুর উপজেলায়। তিনি দেড় মাস আগে বদলি হয়ে মাগুরায় আসেন।

আজ সকালে শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামে নানাবাড়ি থেকে লাবনী আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ।

খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ) এস এম ফজলুল হক ডেইলি স্টারকে বলেন, লাবনী ছুটিতে ছিলেন। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন নাকি অন্য কিছু তা এখনই বলা যাচ্ছে না।

কামরুল হাসান আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Comments