চট্টগ্রামে খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

চট্টগ্রামের দেওয়ানবাজার এলাকার একটি খাল থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) রোবেল আফরাদ বলেন, 'খাল থেকে ফায়ার সার্ভিস কর্মীরা লাশটি উদ্ধার করে।
তিনি জানান, নিহতের বয়স ৩০ থেকে ৪০ বছর হতে পারে এবং তার পরনে ছিল কালো জিন্সের প্যান্ট।
পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নিহতের আঙুলের ছাপ সংগ্রহ করেছে বলে জানান তিনি।
Comments