মানিকগঞ্জে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ শহরের বেউথা এলাকায় কালিগঙ্গা নদীতে গোসলে নেমে রোহান নামের ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। শিশু রোহান নদী তীরবর্তী পশ্চিম দাশড়া গ্রামের প্রবাল হোসেনের একমাত্র ছেলে।

রোহানের চাচা জাফর ইকবাল দ্য ডেইলি স্টারকে জানান, রোহানের আজ সুন্নতে খৎনা দেওয়ার কথা ছিল। বাড়ির লোকজন অনুষ্ঠানের কাজে ব্যস্ত থাকায় সকাল ১১টার দিকে সে তার চাচাতো ভাইদের সঙ্গে নদীতে গোসল করতে যায়। সাঁতার না জানায় দুই শিশু পানিতে ডুবে যায়। সঙ্গে থাকা শিশুর চিৎকারে বাড়ির লোকজন গিয়ে এক শিশুকে জীবিত উদ্ধার করতে পারলেও রোহান নিখোঁজ থাকে।

খবর পেয়ে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ২ ঘণ্টা উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে শিবালয় থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে রোহানকে উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক তামান্না রহমান পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করে।

Comments

The Daily Star  | English
Dhaka airport third terminal problems

Customs flags hurdles at 3rd terminal of Dhaka airport

The customs authorities have identified a number of operational bottlenecks at the much-anticipated third terminal of Hazrat Shahjalal International Airport (HSIA), widely known as Dhaka airport.

11h ago