মানিকগঞ্জে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

মোটরসাইকেলে তারা সিঙ্গাইর উপজেলা সদরে যাচ্ছিলেন। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সিঙ্গাইরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত হয়েছেন। 

এ দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আরেকজন গুরুতর আহত হয়েছেন। 

আজ শুক্রবার দুপুরে উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সিঙ্গাইরের ইরতা গ্রামের বাঁধন হোসেন (১৯) ও মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া গ্রামের রাতুল হোসেন (২৫)। আহত লাদেন হোসেনের (১৮) বাড়ি ইরতা গ্রামে।

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, তিন তরুণ মোটরসাইকেলে উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। ইরতা উচ্চবিদ্যালয়ের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক বাঁধন নিহত হন। 

গুরুতর আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাতুলকে মৃত ঘোষণা করেন। 

ওসি জানান, স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। তবে এর চালক ও সহকারী পালিয়ে গেছে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

নিখোঁজের ২ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

এদিকে নিখোঁজের দুই দিন পর ধলেশ্বরী নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে সিঙ্গাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকার ধলেশ্বরী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

মৃত রুবেল মিয়া (৩৫) ধামরাই উপজেলার ফোর্ডনগর এলাকার ইদ্রিস মিয়ার ছেলে। তিনি পেশায় কৃষিশ্রমিক ছিলেন বলে জানা গেছে।

ওসি জাহিদুর রহমান বলেন, সকালে ধলেশ্বরীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। মৃত রুবেলের স্ত্রী মরদেহ শনাক্ত করে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Comments

The Daily Star  | English

Dozens of students arrested in pro-Palestinian protest at Columbia University

At least 40 to 50 students, their hands cuffed with plastic zip-ties, were seen being loaded into New York Police Department vans

25m ago