মানিকগঞ্জে ‘মাদক প্রতিরোধ কমিটি’ গঠন

মাদকের ছোবল থেকে বাঁচতে মানিকগঞ্জে গঠিত হয়েছে 'মাদক প্রতিরোধ কমিটি'। গতকাল রোববার রাতে জেলা শহরের পশ্চিম সেওতা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে এই কমিটি গঠিত হয়।
জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও ক্রীড়া সংগঠক কাজী এনায়েত হোসেন টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত মাদকবিরোধী সমাবেশে উপস্থিত ছিলেন পশ্চিম সেওতার তিন শতাধিক বাসিন্দা।
সমাবেশে বক্তব্য রাখেন মানিকগঞ্জ পৌরসভার স্থানীয় ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম আজাদ, আরিফুর রহমান, আব্দুস ছালাম, সিরাজুল ইসলাম, মিজানুর রহমান মির্জা, সিরাজুল ইসলাম সিরাজ, আহাদুর রহমান আহাদ, আজাদুল ইসলাম আজম, মজিবুর রহমান, আবু মুসা, মোস্তাফিজুর রহমান প্রিন্স, আওলাদ হোসেন, কাজিমুদ্দিন কাজি ও গোলাম আজমসহ বেশ কয়েকজন প্রবীণ ব্যক্তি।
সভায় বক্তারা বলেন, সমাজে মাদক ছেয়ে গেছে। চুরি-ছিনতাই বেড়ে গেছে। এখনই প্রতিরোধ গড়ে তুলতে হবে। অন্যথায় সমাজের শান্তি, শৃঙ্খলা বিনষ্ট হয়ে যাবে। প্রতিটি পরিবারের সন্তানদের খেয়াল রাখতে হবে, সন্তানরা কোথায় যায়, কাদেরে সঙ্গে মিশে। উপস্থিত সবাই মাদকমুক্ত সমাজ গড়ার বিষয়ে একমত পোষণ করেন এবং সকলে আন্তরিকতা ও সাহসিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
পরে সর্বসম্মতিক্রমে কাজী এনায়েত হোসেন টিপুকে আহ্বায়ক এবং আবুল কালাম আজামকে সদস্য-সচিব করে ১৯ সদস্য বিশিষ্ট মাদক প্রতিরোধ কমিটি গঠন করা হয়। কমিটিতে ১০ জন যুগ্ম-আহবায়ক এবং সাত জনকে সদস্য রাখা হয়েছে।
Comments