মুন্সিগঞ্জে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৩৩ শতাংশ

মুন্সিগঞ্জে গত ২৪ ঘণ্টায় ১৩৩ জনের নমুনা পরীক্ষায় ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৩ শতাংশ।

আজ শনিবার মুন্সিগঞ্জের সিভিল সার্জন আবুল কালাম আজাদ দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, লকডাউন বাস্তবায়নে সবাই সাধ্যমত চেষ্টা করছে। স্বাস্থ্যবিধি মেনে চলতে মানুষকে সচেতন করা হচ্ছে। তবুও, অনেকে লকডাউনের নির্দেশনা মানছেন না। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি জানান, এ পর্যন্ত জেলায় ছয় হাজার ১৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৭২ জন এবং সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৮৮৮ জন।

তিনি আরও জানান, মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের ৫০ শয্যার করোনা ইউনিটে ২০ জন রোগী ভর্তি আছেন। সেন্ট্রাল অক্সিজেন চালু আছে। হাসপাতালে চিকিৎসক সংকটের তথ্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানোর জন্য বলা হয়েছে।

এদিকে, কঠোর লকডাউন বাস্তবায়নে জেলার প্রবেশপথসহ বিভিন্ন স্থানে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, ভ্রাম্যমাণ আদালত, আনসার সদস্যদের চেকপোস্ট ও টহল অভিযান চলছে। তবে, গত দুই দিনের তুলনায় মানুষের চলাচল বেড়েছে। শহরে আইনশৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি থাকলেও গ্রামাঞ্চলে স্বাস্থ্যবিধি না মেনে ভিড় করতে দেখা গেছে।

মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের জেএম (জুডিশিয়াল মুন্সীখানা) শাখার সহকারী কমিশনার ইলোরা ইয়াসমিন জানান, আজ বিকেল ৩টা পর্যন্ত ৫২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এতে ৩৫ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত আছে।

Comments

The Daily Star  | English

Parties agree on chief justice appointment, limiting emergency powers

Manifesto provision allows top-two judge choice; cabinet to approve emergency declaration

1h ago