ম্যারাথন: শহরজুড়ে যানজট

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২২ উপলক্ষে ৭ ঘণ্টার জন্য হাতিরঝিল ও আশপাশের এলাকায় যান চলাচল সীমিত রাখায় আজ সোমবার রাজধানীতে তৈরি হয় তীব্র যানজট।
সাধারণভাবেই কর্মদিবসের সকালে অফিসগামী যাত্রী ও পরিবহনের চাপে সড়কে যানজট তৈরি হয়। আজ সেই যানজটের মাত্রা ছিল অনেকটাই বেশি।

ম্যারাথন উপলক্ষে আজ সোমবার ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হাতিরঝিল ও আশপাশের এলাকায় যান চলাচল সীমিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
এই সময়ের মধ্যে হাতিরঝিলের রাস্তা এড়িয়ে বিকল্প পথে চলাচলের জন্য রাজধানীর যাত্রীদের অনুরোধ করে ডিএমপি।

ম্যারাথনে অংশগ্রহণকারীরা আর্মি স্টেডিয়াম থেকে যাত্রা শুরুর পর কাকলী, গুলশান-২, গুলশান-১ হয়ে হাতিরঝিল যাওয়ার পথে একই ধরনের নিষেধাজ্ঞা বলবত থাকবে বলে জানায় ডিএমপি।
আজ সকাল থেকে শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রায় প্রতিটি সড়কে কর্মমুখী মানুষের অতিরিক্ত চাপ লক্ষ্য করা গেছে। দীর্ঘসময় ধরে যানবাহনগুলো আটকে থাকায় অফিসগামীদের অনেককে হেঁটে গন্তব্যের উদ্দেশে যেতে দেখা গেছে।

রামপুরা-বাড্ডা-প্রগতি সরণি সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন অফিসগামী যাত্রীরা।
এ ছাড়া, মালিবাগ, মগবাজার, জাহাঙ্গীর গেট, খিলক্ষেত ও বিমানবন্দর সড়কেও অতিরিক্ত যানজট ছিল।
মালিবাগ মোড় থেকে গুলশানে অফিসে যাওয়ার জন্য সকাল সাড়ে ৯টায় বাসে ওঠেন রবিউল ইসলাম। সেখানেই প্রায় ঘণ্টাখানেক আটকে ছিল তার বাস।

বাড্ডা থেকে উত্তরায় যাচ্ছিলেন সামিউল আলম। তিনি বলেন, 'ঢাকায় অফিস টাইমে এমনিতেই যানজট লেগে থাকে। এরমধ্যে ম্যারাথন উপলক্ষে কিছু সড়ক বন্ধ থাকায় আজ বেশি ভোগান্তি হচ্ছে। এটি সাপ্তাহিক ছুটির দিনে আয়োজন করলে মানুষ হয়তো ভোগান্তিতে পড়তো না।'
উত্তরা-মহাখালী সড়কেও ছিল গাড়ির তীব্র জট। এ কারণে মহাখালী ফ্লাইওভারেও গাড়ির লম্বা লাইন দেখা যায়।

'ও' লেভেল পরীক্ষার্থী সন্তানকে নিয়ে সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারবেন কিনা, তা নিয়ে শঙ্কিত হতে দেখা যায় মীর নাজমুল আলমকে।
ফেসবুকে 'ট্রাফিক অ্যালার্ট' গ্রুপে রাস্তায় যানজটের ছবি পোস্ট করে তিনি বলেন, 'আমার ছেলের কেন্দ্র উত্তরা ৪ নম্বর সেক্টরে। বিকেল ৩টায় পরীক্ষা, ১২টায় রামপুরা থেকে রওনা হলাম, রাস্তার যা অবস্থা দেখছি, জানি না ছেলে পরীক্ষা দিতে পারবে কিনা।'
ম্যারাথন শেষে দুপুর ১২টার পর হাতিরঝিল এলাকায় যান চলাচল শুরু হয়।
Comments