যশোরে গৃহবধূ ধর্ষণ মামলায় গ্রেপ্তার ২

যশোরের মণিরামপুরে গৃহবধূকে ধর্ষণের মামলায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোববার ভোরে মামলার আসামি উপজেলার কোদলাপাড়া গ্রামের ওয়াদুদ মিয়ার ছেলে বিল্লাল হোসেন (৫১) ও তার সহযোগী বাগডোব গ্রামের হজরত আলীর ছেলে দ্বীন মোহাম্মদ দিলু (৪০) কে গ্রেপ্তার করা হয়।
মনিরামপুর থানার উপপরিদর্শক জিয়াউল হক জানান গতকাল সকালে ইজিবাইক চালক দ্বীন মোহাম্মদের ইজিবাইকে করে শ্বশুরবাড়িতে যাওয়ার পথে ভালো চিকিৎসার কথা বলে বিল্লালের কাছে তুলে দেয় দ্বীন মোহাম্মদ। সেখানে ধর্ষণ করা হয় ওই গৃহবধূকে।
পরে ওই নারী ও তার পরিবারের সদস্যরা থানায় এসে মামলা করেন।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-ই-আলম সিদ্দীকি মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
Comments