রংপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার মরদেহ উদ্ধার

প্রাণিসম্পদ অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক মো. ওয়ালিউর রহমান আকন্দের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
মো. ওয়ালিউর রহমান আকন্দ। ছবি: সংগৃহীত

প্রাণিসম্পদ অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক মো. ওয়ালিউর রহমান আকন্দের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার ভবনস্থ বিভাগীয় পরিচালকের বিশ্রাম কক্ষের বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওয়ালিউর রহমান আকন্দের বাড়ি গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায়।

তার স্ত্রী ও ২ সন্তান বগুড়ায় থাকেন।

রংপুরে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তৃতীয় তলার একটি রুমে বসবাস করতেন ওয়ালিউর।

প্রাণিসম্পদ কার্যালয়ের অফিস সহায়ক বদিউজ্জামান বলেন, 'স্যারের দেরি দেখে তাকে ডাকতে যাই। তার রুমের দরজা খোলা ছিল। ভেতরে ঢুকে বাথরুমে ঝর্ণার সঙ্গে গামছা পেঁচানো ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার করে উঠি। তখন অন্যরা ছুটে এসে পুলিশে খবর দেন।'

রংপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন বলেন, 'খবর পেয়ে আজ সাড়ে ১২টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।'

তিনি আরও বলেন, 'মৃত্যুর কারণ নিশ্চিত করতে অফিস ও পারিবারিক সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।'

Comments