রাজধানীতে নিজ বাসায় চিকিৎসক দগ্ধ

ঢাকায় পৃথক দুর্ঘটনায় সুপ্রিম কোর্টের আইনজীবীসহ নিহত ২
স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীর ওয়ারী হেয়ার স্ট্রিট এলাকায় মিটফোর্ড হাসপাতালের এক চিকিৎসক আগুনে দগ্ধ হয়েছেন।

আজ শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধ অদিতি সরকারকে (৩৮) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

তার শরীরের ৫০ শতাংশ পুড়ে যাওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

অদিতির স্বামী প্রকৌশলী মনেষ মন্ডলের দাবি, অদিতি নিজেই নিজের গায়ে আগুন দিয়েছেন অথবা পূজার ঘর থেকে তার গায়ে আগুন লেগেছে। 

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন হাওলাদার জানান, আগুন কীভাবে লেগেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। দগ্ধ চিকিৎসকের বক্তব্য নেওয়ার চেষ্টা করছে পুলিশ।

মনেষ মন্ডল আরও দাবি করেন, তার স্ত্রী দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ। মনও খারাপ থাকত তার।

'চিকিৎসা নিতে চাচ্ছিল না অদিতি। সেজন্য আমাদের মধ্যে সামান্য ঝগড়াঝাটি হয়। সকালে আমি অফিসে চলে যাই। অনলাইনে যখন একটি সাক্ষাৎকার দিচ্ছিলাম তখন বারবার ফোন দিচ্ছিল অদিতি। কেটে দেওয়ার পরও কল দিচ্ছিল। পরে ফোন রিসিভ করে তার সঙ্গে সামান্য রাগ করে কথা বলি', বলেন তিনি।

'এরপর দুপুরে বাসায় ফিরে জামাকাপড় পাল্টাচ্ছিলাম। হঠাৎ পাশের রুমে অদিতির চিৎকার শুনতে পাই। দৌড়ে গিয়ে দেখি তার শরীরে আগুন জ্বলছে', যোগ করেন মনেষ মন্ডল।

Comments

The Daily Star  | English
Curfew in Gopalganj after clash

Curfew in Gopalganj after 4 die in clash

The curfew will be in effect until 6:00pm tomorrow

5h ago