রাজধানীর অসহায় ও দুস্থদের খাবার দিলো পুনাক

লকডাউনে কর্মহীন হয়ে পড়া রাজধানীর অসহায় ও অভুক্ত মানুষের মাঝে খাবার বিতরণ করেছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।
রবিবার দিবাগত রাতে পুনাক সভানেত্রী জীশান মির্জার নেতৃত্বে রাজধানীর বিভিন্ন স্থানে অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। ছবি: সংগৃহীত

লকডাউনে কর্মহীন হয়ে পড়া রাজধানীর অসহায় ও অভুক্ত মানুষের মাঝে খাবার বিতরণ করেছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।

গতকাল রবিবার দিবাগত রাতে পুনাক সভানেত্রী জীশান মির্জার নেতৃত্বে রাজধানীর বিভিন্ন স্থানে অসহায় ও দুস্থ মানুষের মাঝে এসব খাবার বিতরণ করা হয়।

গতকাল রাত ১০টা থেকে গভীর রাত পর্যন্ত তারা রাজধানীর রাজারবাগ, শাজাহানপুর, কমলাপুর, গুলিস্থান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও বাংলামোটরসহ বিভিন্ন স্থানে গরীব ও অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ করেন।

পুনাক সভানেত্রীসহ অন্যান্য নেতৃবৃন্দ রাজধানীর বিভিন্ন রেল স্টেশন ও ফুটপাতে ঠাঁই নেওয়া অভুক্ত মানুষের হাতে খাবার তুলে দেন এবং তাদের খোঁজ-খবর নেন।

Comments

The Daily Star  | English

DMCH doctors threaten strike after assault on colleague

A doctor at Dhaka Medical College Hospital (DMCH) was allegedly assaulted yesterday after the death of a private university student there, with some of his peers accusing the physicians of neglecting their duty in his treatment

4h ago