আব্দুল মঈন খান আইসিইউতে

আব্দুল মঈন খান। ছবি: সংগৃহীত

অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান।

আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দলীয় রাজনৈতিক কর্মসূচি চলাকালে তিনি অসুস্থ হয়ে পড়েন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার রূপগঞ্জের জিন্দা পার্কে নরসিংদী পলাশ সংসদীয় এলাকার ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সঙ্গে কর্মসূচিতে অংশ নিয়েছিলেন ডক্টর আব্দুল মঈন খান।

দুপুরের খাবারের বিরতির সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

শায়রুল কবির খান বলেন, 'ডক্টর মঈন খানের জ্ঞান ফিরেছে। বর্তমানে তিনি হাসপাতালের আইসিউতে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।'

Comments

The Daily Star  | English

Pathways to the downfall of a regime

The erosion in the credibility of the Sheikh Hasina regime did not begin in July 2024.

6h ago