ইভিএম ভালো, কিন্তু যারা পরিচালনা করবেন তারা তো নিরপেক্ষ নন: জাপা মহাসচিব

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, ইভিএম ভালো কিন্তু, যারা পরিচালনা করবেন তারা তো নিরপেক্ষ নন। তাই ইভিএমে ভোট গ্রহণ হলে সেই নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না।
রাজধানীর মোহাম্মদপুরে ৩৩ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, ইভিএম ভালো কিন্তু, যারা পরিচালনা করবেন তারা তো নিরপেক্ষ নন। তাই ইভিএমে ভোট গ্রহণ হলে সেই নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না।

তিনি বলেন, 'ইভিএম ভোট হলে, নির্বাচনে যাওয়া না যাওয়ার বিষয়ে দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেবে জাপা।'

আজ শনিবার রাজধানীর মোহাম্মদপুরে ৩৩ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব এসব বলেন।

মুজিবুল হক বলেন, ২০০৯ থেকে ২০১৬ পর্যন্ত ৪ লাখ কোটি টাকা পাচার হয়েছে, তার অনুসন্ধান কেন হচ্ছে না? আমরা আবারও পাচারকারীদের তালিকা প্রকাশ করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।'

তিনি আরও বলেন, 'দেশে মেগা প্রকল্পের নামে ৩ গুণ খরচ হচ্ছে। উন্নয়নের নামে লুটপাট হচ্ছে। আমরা চাচ্ছি উন্নয়ন হোক কিন্তু উপজেলা পর্যায়ে যেন স্পেশালাইজড হাসপাতাল তৈরি করা হয়।'

'দেশের মানুষ এখন আর আওয়ামী লীগ ও বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় না। দেশের মানুষ জাতীয় পার্টির সরকার দেখতে চায়,' যোগ করেন তিনি।

Comments