চট্টগ্রাম থেকে সরকার পতনের আন্দোলন: আমীর খসরু

বন্দরনগরী চট্টগ্রাম থেকে সরকার পতনের আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ রোববার বিকেলে আয়োজিত সমাবেশ থেকে তিনি এ কথা বলেন।
ameer_khosru.jpg
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি

বন্দরনগরী চট্টগ্রাম থেকে সরকার পতনের আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ রোববার বিকেলে আয়োজিত সমাবেশ থেকে তিনি এ কথা বলেন।

বর্তমান সরকারের পতনের জন্য চট্টগ্রামবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার পতনের আন্দোলনের সূচনা চট্টগ্রাম থেকে হবে। যেভাবে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল।

তিনি বলেন, আজ কেন আমরা কালুরঘাট বেতার কেন্দ্রে যেতে পারিনি? লক্ষাধিক লোকের যে সমাবেশ হয়েছে। তারা জানে, আজ যদি আমরা কালুরঘাট যেতাম এর চেয়ে বেশি লোকের সমাগম হতো। ২৭ মার্চ আমরা শুরু করেছি যাত্রা, মুক্তিযুদ্ধের ও স্বাধীনতার সূচনা সমাবেশ; প্রত্যেক বছর আমরা পালন করবো এবং সেটা কালুরঘাট বেতার কেন্দ্রের সামনে। আমরা শৃঙ্খলার জন্য, শান্তির জন্য তাদের সঙ্গে সংঘর্ষে যাইনি।

তাদের আতঙ্কের কারণ আছে। তাদের দেখানো কিছু নেই। তারা মুক্তিযুদ্ধের কথা বলবে। মুক্তিযুদ্ধের সওদাগর হয়ে মুক্তিযুদ্ধকে বেচা-কেনা করছে, তাদের হাতে কিছু নেই। আমরা যদি বেচা-কেনা করি, প্রত্যেকটি ক্ষেত্রে মুক্তিযুদ্ধে বিএনপির উপস্থিতি পাবেন। বাংলাদেশের প্রত্যেকটি রণাঙ্গনে বিএনপি নেতাদের অবদান আছে। আমরা সীমান্তের ওপারে পারি দিয়ে মুক্তিযোদ্ধা হইনি। বাংলাদেশের অভ্যন্তরে থেকে বিএনপি নেতারা মুক্তিযুদ্ধ করেছে, বলেন তিনি।

বিএনপির এই নেতা আরও বলেন, স্বাধীনতার ঘোষণা নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে ঘোষণা দিয়েছেন দেশে-বিদেশে সমগ্র বিশ্বে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। মুক্তিযুদ্ধে ভারতীয় সেনা কর্মকর্তারা তাদের বইতে তারা প্রকাশ করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার কথা। তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের নেতাদের বইতে স্বাধীনতার ঘোষণার কথা বলা আছে। বাংলাদেশে প্রত্যেকটি মানুষ নিজ কানে তারা যে ঘোষণা শুনেছেন, সেটা মুছে ফেলা যাবে না।

টেক ব্যাক বাংলাদেশের পেছনে একটা দর্শন আছে। সেটা হলো মুক্তিযুদ্ধের চেতনা অর্থাৎ গণতন্ত্র, মানবাধিকার, পরস্পর সম্মানবোধ, সাম্য ফিরিয়ে আনতে হবে। তারা (আওয়ামী লীগ) বাংলাদেশের আত্মাকে বেচে দিয়েছে। বাংলাদেশের আত্মাকে ফিরিয়ে আনতে হবে, বলেন তিনি।

Comments

The Daily Star  | English
Cuet students block Kaptai road

Cuet closes as protest continues over students' death

The Chittagong University of Engineering and Technology (Cuet) authorities today announced the closure of the institution after failing to pacify the ongoing student protest over the death of two students in a road accident

1h ago